ইডেন ম‌হিলা ক‌লে‌জে উদযাপিত হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০২৪

মুক্ত ক‌রো ভয়
আপনা মা‌ঝে শ‌ক্তি ধ‌রো নি‌জে‌রে ক‌রো জয়। – রবীন্দ্রনাথ ঠাকুর।।
গা‌হি সা‌ম্যের গান-
মানু‌ষের চে‌য়ে বড় কিছু নাই, ন‌হে কিছু মহীয়ান।- কাজী নজরুল ইসলাম
বাংলাদেশের উচ্চ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজে আজ আলোচনা ও বর্ণাঢ‌্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০২৪ উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ‌‌বি‌শিষ্ট শিক্ষা‌বিদ ও ঢাকা কলেজের সা‌বেক সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ড. আয়েশা বেগম এবং সভাপ‌তি হি‌সে‌বে বক্তব‌্য প্রদান ক‌রেন ক‌লে‌জের সু‌যোগ‌্য অধ‌্যক্ষ অধ‌্যাপক ফের‌দৌসী বেগম। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত উপাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ সাহানারা এবং শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার। স্বাগত বক্তব‌্য প্রদান ক‌রেন সং‌শ্লিষ্ট ক‌মি‌টির আহ্বায়ক অধ্যাপক সাবরুনা আহ‌মেদ।
সম্মা‌নিত অধ্যক্ষ মহোদয়সহ বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ও নজরু‌লের যথাক্রমে বিশ্বকবি ও জাতীয় ক‌বি হওয়ার পেছনে তাঁদের পূর্বব‌ঙ্গে আগমন এবং পূর্ববঙ্গের সাধারণ মানুষের জীবন, জীবিকা, সংস্কৃতি ও প্রকৃতির অবদান সবচেয়ে বেশি। বক্তাগণ ব‌লেন রবীন্দ্রনাথ ছি‌লেন আধ্যাত্মবাদী ও মানবতাবাদী কবি এবং নজরুল ছি‌লেন বি‌দ্রোহী, সাম‌্যবাদী ও মাবতাবাদী ক‌বি। অধ্যক্ষ মহোদয় রবীন্দ্র-নজরুল চর্চায় আত্মনিবেদন করার জন্য শিক্ষার্থী‌দের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছি‌লেন গ‌ণিত বিভা‌গের সহ‌কারী অধ‌্যাপক জনাব স‌ঞ্চিতা নাসরীন সঞ্চু ও অর্থনী‌তি বিভা‌গের সহকারী অধ‌্যাপক জনাব লুৎফুন নাহার।