ইডেন মহিলা কলেজে ‌পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.)-২০২৪ উদযা‌পিত

বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজে জাতীয় কর্মসূ‌চির সা‌থে সংগ‌তি রে‌খে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভী‌র্যের সাথে প‌বিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)-২০২৪ উদযা‌পিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সূর্যাস্তের সাথে জাতীয় পতাকা উত্তোলন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও কর্মের উপর শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার, আলোচক ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক কোর আয়েশা বেগম, বিশেষ অতিথি ছিলেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ সাহনারা এবং শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন গার্হস্থ‌্য অর্থনীতি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক গাজী রুমানা রহমান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানবৃন্দ, অধ্যাপকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।