গার্হস্থ্য অর্থনীতি বিভাগ সম্পর্কে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজের বিজ্ঞান অনুষদের সুপরিচিত বিভাগ গার্হস্থ্য অর্থনীতি।গার্হস্থ্য অর্থনীতি বিষয়টি এমন এক শিক্ষাধারা যা, জাতিসংঘ ঘোষিত এসডিজি এর ১৭ টি লক্ষ্যের মধ্যে ১০টি লক্ষ্য অর্জনে প্রত্যক্ষ অবদান রাখতে সক্ষম।বিভাগের একাডেমিক ও সহপাঠ কার্যক্রমের কারনে কলেজে এর অবস্থান প্রশংসনীয়। এই কলেজে 1960 সালে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী কোর্স নিয়ে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের যাত্রা শুরু হয়। পরবর্তিতে ক্রমান্বয়ে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ চার বছর মেয়াদি অনার্স কোর্স এবং ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষ থেকে মাষ্টার্স প্রথম পর্ব কোর্স এবং ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে মাষ্টার্স শেষ পর্ব কোর্স চালু হয়।সূচনা লগ্ন থেকেই এই বিভাগের ছাত্রীরা সফল ভাবে বি.এসসি. সম্মান এবং এম.এসসি. ডিগ্রী লাভ করছে। বর্তমানে এই বিভাগে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর আসন সংখ্যা ১2০ টি এবং মাষ্টার্স শেষ পর্বের আসন সংখ্যা ২৩০টি। বর্তমানে এই বিভাগে প্রায় ৬০০ জন শিক্ষার্থী অধ্যয়ণরত। এই বিভাগে কর্মরত রয়েছেন ১ জন অধ্যাপক, ২ জন সহযোগী অধ্যাপক, ১ জন সহকারী অধ্যাপক ও ১ জন প্রভাষক । বিভাগের সার্বিক দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য রয়েছেন একজন সেমিনার সহকারী । বিভিন্ন বর্ষের মেজর কোর্স সমূহের ব্যবহারিক ক্লাস পরিচালনার জন্য রয়েছেন একজন খন্ডকালীন ল্যাব সহকারী।বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের দৈনিক প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য রয়েছে ২ জন মহিলা অফিস সহায়ক ।