সমাজবিজ্ঞান বিভাগ সম্পর্কে
নারী শিক্ষার সুপ্রাচীন বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজ আজও দাঁড়িয়ে আছে তার ঐতিহ্যমন্ডিত গৌরব নিয়ে। কলেজের গৌরবের একটি বড় অংশ জুড়ে আছে এই সমাজবিজ্ঞান বিভাগ।এটি কলেজের অন্যতম একটি বিভাগ, যেখানে ভর্তি হতে ছাত্রীদের মধ্যে তীব্র ইচ্ছা এবং প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। ১৮৭৩ সালে গার্লস স্কুল হিসেবে প্রতিষ্ঠা পেলেও ১৯২৬ সালে কলেজে পূর্ণতা পায় এই প্রতিষ্ঠানটি। ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রীদের নিয়ে শুরু হয় সমাজবিজ্ঞান বিভাগের সম্মান এবং মাস্টার্স শ্রেণীর অগ্রযাত্রা। যে যাত্রা শতশত মেধাবী ছাত্রীর পদচারণায় ধন্য হচ্ছে। বর্তমানে বিভাগের সার্বিক প্রশাসনিক দায়িত্ব নিতে পেরে তাই আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বিভিন্ন সময়ে বিভাগ যেসকল সম্মানিত শিক্ষক গণের নিকট তাঁদের নিঃস্বার্থ এবং নিবেদিত সেবা পেয়েছে,বিভাগের পক্ষ থেকে তাঁদের সকলের প্রতি আমি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি বিভাগ প্রতিষ্ঠার পর থেকে সকল সম্মানীয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়কে বিশেষ করে বর্তমান অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য্য মহোদয় এবং উপাধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী বেগম মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাঁদের মূল্যবান পরামর্শ, দিক-নির্দেশনা ও শুভাশীষেরজন্য।