অধ্যক্ষ মহোদয়ের বার্তা
ইডেন মহিলা কলেজের অফিসিয়াল ওয়েব সাইটে স্বাগতম। অধ্যক্ষ হিসেবে এ প্রতিষ্ঠানে সেবা প্রদান করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি আশা করি এ ওয়েব সাইটটি অংশীজনদের প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্য চাহিদা পূরণে সক্ষম হবে।
ইডেন মহিলা কলেজ তার গৌরবময় অগ্রযাত্রায় দেড় শত বছর অতিক্রম করেছে। এই র্দীঘ পথ পরিক্রমায় এর কাঠামোগত পরিবর্তন ও পরিবর্ধন সাধিত হয়ছে, বর্তমানে এটি শুধু বাংলাদেশেই নয় বরং এশিয়ার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ নারী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইতিহাসের বাঁকে বাঁকে যেমন-ব্রিটিশ বিরোধী আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং অতি সাম্প্রতিক ঘটে যাওয়া জুলাই-আগস্ট এর ছাত্র জনতার গণভ্যূত্থানে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের রয়েছে অসাধারণ বীরত্বগাঁথা। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় এ কলেজের শিক্ষার্থীদের রয়েছে সাবলীল পদচারণা। লীলা নাগ, প্রীতিলতা ওয়াদ্দেদার, ড.সনজদিা খাতুন, ফেরদৌসী রহমান এবং রাণী হামিদ এই প্রতিষ্ঠানের এক একটি উজ্জল নক্ষত্র।
বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে যেমন -বি এন সি সি, রোভার স্কাউট, রেডক্রিসেন্ট এর সদস্য হিসেবে শিক্ষার্থীরা পেয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতি। এ কলেজে রয়েছে এক ঝাঁক নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলী যাঁদের অনেকেরই পি এইচ ডি ও এম ফিল ডিগ্রী রয়েছে। কলেজের শিক্ষকমন্ডলীর বিভিন্ন বিষয়ের write up এবং নিয়মিত প্রকাশিত গবষেণামূলক জার্নাল ওয়েব সাইটে রিসোর্স কর্নারে পাওয়া যায়।
জ্ঞান ও তথ্যের উন্মুক্ত প্রবাহের ফলে বিশ্বের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থাপনা নিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনশীল আবহের সাথে শিক্ষার্থীদের খাপ খাইয়ে চলার সক্ষমতা তৈরিতে চর্তুথ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত মানবসম্পদ তৈরিতে ইডেন মহিলা কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
– অধ্যাপক ড. শামছুন নাহার