বাংলাদেশে নারীদের উচ্চ শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র ইডেন মহিলা কলেজ মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে, তথ্যের অবাধ আদান-প্রদানের অংশ হিসেবে ওয়েব সাইট অনেক আগেই চালু করেছে। বর্তমানে এই ওয়েব সাইটটি নতুন সংস্করণে চালু হতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এর ফলে তথ্যের আদান-প্রদান ও বৈশ্বিক যোগাযোগে ইডেন মহিলা কলেজ আরো একধাপ এগিয়ে গেল। এটা অনস্বীকার্য যে, বর্তমান যুগে ইন্টারনেট হলো তথ্য ও জ্ঞানের রাজ্যে এক যাদুর কাঠি। ওয়েবসাইটটি সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তথ্য আদান-প্রদান করতে পারি এবং তথ্য প্রবাহের মাধ্যমে আমাদের জ্ঞান ভান্ডারকেও সমৃদ্ধ করতে পারি।
ইডেন মহিলা কলেজের সমস্ত প্রয়োনীয় তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ওয়েবসাইটটি একটি পথ নির্দেশকের ভূমিকা পালন করবে। কলেজের ইতিহাস ও প্রশাসনিক কাঠামোর পাশাপাশি পাঠ্যক্রম, সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার বিষয়সমূহ সহজেই একটি বৃহত্তর জনগোষ্ঠির কাছে স্পষ্ট হবে। আমি আশা করি এই ওয়েবসাইটটি এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।