হিসাববিজ্ঞান বিভাগ সম্পর্কে
বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজ। সবুজ শ্যামলীমায় ঘেরা এ বিদ্যাপীঠের ব্যবসায় শিক্ষা শাখার একটি অন্যতম বিভাগ হচ্ছে হিসাববিজ্ঞান যা আপন মহিমায় ভাস্বর। বাণিজ্যিক বিশ্ব এবং বিশ্বায়নের ধারণা ব্যবসায় শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে বাড়িয়েছে বহুগুণ। এর ধারাবাহিকতায় এ কলেজে ১৯৮১ সালে একাদশ বাণিজ্য শ্রেণিতে, ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে সম্মান কোর্সে হিসাববিজ্ঞান বিষয়ে পাঠদান কার্যক্রম শুরু হয়। চাহিদার আলোকে ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে শুরু হয় মাস্টার্স (প্রিলিমিনারি) কোর্সের পাঠদান। প্রথম পর্যায়ে সম্মান কোর্সে ছাত্রী সংখ্যা ছিল মাত্র ৬০ জন। কলেজ প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টা এবং ব্যাপক চাহিদার কারণে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে এ আসনসংখ্যা ৩০০ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৩০-এ। এ বিপুল সংখ্যক ছাত্রীর পাঠদানে বর্তমানে নিয়োজিত আছেন 07 জন শিক্ষক, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। একজন সেমিনার সহকারী এবং একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ০২ জন অফিস সহায়ক কর্মরত আছেন। এ বিভাগের কার্যক্রম অত্যন্ত আন্তরিকতা, দক্ষতা এবং সৌহার্দ¨পূর্ণ পরিবেশে শ্রদ্ধেয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের পরামর্শ এবং নির্দেশনা অনুযায়ী সুসম্পন্ন করা হয়। রুটিন অনুযায়ী মাল্টিমিডিয়া ও ইন্টারএকটিভ হোয়াইট বোর্ডে পাঠদান, নিয়মিত ইনকোর্স , টিউটোরিয়াল ও নির্বাচনী পরীক্ষা গ্রহণ এবং নির্দিষ্ট বিষয় নির্ধারণপূর্বক টার্ম পেপার প্রস্তুতকরণ ও এর উপস্থাপনা এ বিভাগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যার বহি:প্রকাশ ঘটেছে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে। সকলের আন্তরিক সহযোগিতায় একটি বিভাগকে যে সার্বিক সুন্দর করা যায় এ কলেজের হিসাববিজ্ঞান বিভাগ তারই প্রতিচ্ছবি।
২০১৭ সালরে ১৬ ফব্রেুয়ারি থকেে ইডনে মহলিা কলজে ঢাকা বশ্বিবদ্যিালয়রে অধভিূক্ত হয়। ঢাকা বশ্বিবদ্যিালয়ে অধভিূক্ত হওয়ার পর ২০১৪ সালরে মার্স্টাস ও ২০১৫ সনরে অর্নাস র্৪থ র্বষ পরীক্ষায় আমাদরে শক্ষর্িাথীরা অংশ নয়ে এবং অদ্যাবধি ভালো ফলাফল করে আসছে । উল্লেখ্য যে,২০১৬-২০১৭ শক্ষিার্বষে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় এ বভিাগরে ২৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৬৫ জন ছাত্রী CGPA 3.50 এর উপরে র্অজন করে এবং পাসের হার ৭৮%। ২০১৭-২০১৮ সালরে চূড়ান্ত পরীক্ষায় এ বভিাগরে ২৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ১২২ জন ছাত্রী CGPA ৩.০০ এর উপরে পেয়েছে এবং পাসের হার ৭১%। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালইয়ের বিভিন্ন পরীক্ষায় মেধাক্রমের প্রথম ২০ জনরে মধ্যে বেশিরভাগি হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অবস্থান করত।
লেখাপড়ার পাশাপাশি এ বিভাগের ছাত্রীরা সহপাঠ্য র্কাযক্রমে অংশগ্রহণ করে আসছে। ক্রীড়া, সাহত্যি ও সংস্কৃতি প্রতযিোগতিায় অংশগ্রহণ, বভিন্নি জাতীয় এবং আর্ন্তজাতকি দবিসে তাদরে উপস্থতিি সক্রয়ি, উজ্জ্বল ও স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য রয়েছে একটি সেমিনার, সেমিনারে সংগ্রহ করা হয় র্পযাপ্ত সংখ্যক র্সবশষে সংস্করণরে আর্ন্তজাতকি মানরে দেশি ও বিদেশী পাঠ্যবই, প্রয়োজনীয় ম্যাগাজিন ও দৈনিক পত্রিকা। শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতার জন্য রয়েছে বিভাগের সম্মুখে ফুল ও ফলের সুন্দর এক বাগান এবং বিভাগের বারান্দায় টবে শোভিত গাছগুলো বিভাগকে আরও সৌন্দর্যমন্ডিত করেছে।
হিসাববিজ্ঞান বিভাগ
ইডেন মহিলা কলেজ, ঢাকা।