ইডেন মহিলা কলেজে স্বাগতম
ইডেন মহিলা কলেজ একটি প্রাখ্যাত প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিগত এক শতাব্দিতে যে শিক্ষিত, জাগ্রত, সচেতন, স্বাধীন চিন্তামনস্ক অগ্রসারমান নারীসমাজ এদেশে গড়ে উঠেছে তার মৃত্তিকাগর্ভ ইডেন মহিলা কলেজ। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের প্রত্যক্ষ, প্রতিবাদী ও সাহসী ভূমিকা রয়েছে। বর্তমানেও দেশচালনা, প্রশাসন, রাজনীতি, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান-প্রকৌশল-আদিপত্য-প্রযুক্তি, পুলিশ তথা কর্মের সকল ক্ষেত্রে ইডেন মহিলা কলেজের ছাত্রীদের রয়েছে গর্বিত বিচরণ।
নারী শিক্ষার বৃহৎ ও অনন্য শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজের ১৫০ বছরের পথ পরিক্রমণের ইতিহাস রয়েছে। ‘শুভস্বাধিনী সেবা’ নামক সংঘের নারীহিত চিন্তা থেকে ১৮৭৩ সালে স্বল্পসংখ্যাক বিদ্যার্থী নিয়ে একটি ক্ষুদ্র শিক্ষা প্রতিষ্ঠান ভূমিষ্ঠ হয়েছিল তা আজ মহাগৌরবে