সমাজকর্ম বিভাগ সম্পর্কে
ইডেন মহিলা কলেজ-এ সমাজকর্ম একটি গুরুত্পূবর্ণ ও জনপ্রিয় বিষয় হিসেবে স্বীকৃত। উচ্চ শিক্ষায় স্বতন্ত্র বিষয় হিসেবে এটি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। সমাজকর্ম হচ্ছে একটি পেশাগত বিষয় যার ভিত্তি হলো বৈজ্ঞানিক জ্ঞান, দক্ষতা ও মানবীয় সম্পর্ক।শিক্ষার্থীদের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে সমাজকর্ম বিষয়ের কোর্সসমূহ সমসাময়িক বিষয়ের আলোকে প্রস্তুত করা হয়েছে। তাছাড়া এ বিষয়ের শিক্ষার্থীরা তাত্তি¡ক ও ব্যবহারিক জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদেরকে এমনভাবে তৈরি করতে পারে যাতে তারা সরকারি ও বেসরকারি এবং সে¦চ্ছাসেবী সংস্থায় সহজে চাকুরি লাভ করতে পারে। সমাজকর্মের পাঠ্যসূচিতে যুগোপযোগী কিছু বিষয় সন্নিবেশিত আছে, যেমন: সামাজিক গবেষনা ও পরিসংখ্যান, মানব সম্পদ ব্যবস্থাপনা, জেন্ডার ইস্যু ও নারীর উন্নয়ন, সমাজকর্মে প্রতিবন্ধিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, জনমিতিক ইস্যু: নীতি, পরিকল্পনা ও বাংলাদেশে বিদ্যমান সেবাসমূহ, মৌলিক অধিকার ও সামাজিক ন্যায় বিচার এবং সমাজকর্ম, সমাজকল্যাণ নীতি ও কর্মসূচি, জনস্বাস্থ্য ইস্যু ও সমাজকর্ম পরিকল্পনা, সমাজকর্মে অধ্যয়নে বিশ্বায়ন, সংশোধন ও সংশোধনমূলক সেবা, নারী, শিশু ও প্রবীন কল্যাণ ইত্যাদি।