শারিরিক শিক্ষা

ইডেন ক্রীড়াঙ্গন

বাংলাদেশের ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজ বাংলাদেশের মেয়েদের প্রথম ও বৃহত্তম কলেজ। লেখাপড়ার পাশাপাশি কলেজ ভিত্তিক খেলাধুলায় এখানকার মেয়েরা বিশেষ খ্যাতি অর্জন করেছে। দীর্ঘ ১৭ বছর পর এস. এ গেমসের আয়োজক বাংলাদেশ। এই ক্রীড়া প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজের দুই জন ছাত্রী অংশগ্রহন করে এবং ২জনই ব্রোঞ্জ পদক লাভ বরে। একজনের নাম এলিনা (ব্যাডমিন্টন) ফিন্যান্স বিভাগের ছাত্রী। আরেকজন ফারহানা কাওছার ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্রী। ২০০৯ সালে সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী ফারজানা আক্তার ভারতে অনুষ্ঠিত ক্যারাম প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছে। ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১২, ২০১৪, ২০১৪, ২০১৬ সালে জাতীয় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে স্বর্ণপদক প্রাপ্ত ছাত্রীরা হলোঃ ১। হাজেরা আক্তার ২। নাহিদা সুলতানা ৩। সোনিয়া ইয়াসমীন ৪। আলফা নুপুর ৫। জান্নাতুল নাঈম ৬। এলিনা সুলতানা ৭। আফসানা আক্তার ৮। আসামা আক্তার ৯। হাবিবা আক্তার রুপা ১০। শামসুন্নাহার সমাপ্তি ১১। তাসনুভা ১২। শান্তা ১৩। শিবরা। ২০১৪ সালে ভারতে অনুষ্ঠিত এস. এ গেমসে এলিনা সুলতানা ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক পেয়েছে। তাছাড়া বাহিরে বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলাধুলায় অংশগ্রহন যেমনঃ হ্যান্ডবল, ভলিবল, বেসবল, রাগবি, কাবাডি, বৌছি, গোল্লাছুট, দড়িলাফ।

২০১৯ সালে ৬টি কাপ ৩৫টি মেডেল অর্জিত হয়েছে। ২০১৯ সালে সাবেক অধ্যক্ষ ড. শামসুন নাহার এর তত্ত¡াবধানে ৩টি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০২২ সালে অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য্য এর তত্ত¡াবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০২২ সালের নভেম্বর মাসে ভারতের ন্যাশনাল রিংবল টিমের সাথে খেলে ইডেন মহিলা কলেজ টিম চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ২০২৩ সালের ফেব্রæয়ারী মাসে বাংলাদেশ ন্যাশনাল শুটিংবল টিমের হয়ে ইডেন মহিলা কলেজের (ছিরাতুল জান্নাত রিপা, বাংলা বিভাগ, অনার্স-৪র্থ বর্ষ, ফারজানা আক্তার, অর্থনীতি বিভাগ, অনার্স-৪র্থ বর্ষ, এহ্তেশামা হক রিয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, অনার্স-৩য় বর্ষ) এই ৩জন ছাত্রী ভারতের দিল্লীতে এশিয়ান শুটিংবল খেলায় অংশগ্রহন করে এবং রানার্স আপ হয়ে দেশের মান অক্ষুন্ন রাখে।

ইডেনের শিক্ষার্থীরা ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, রাগবী, বেসবল, এ্যাথলেটিক্স, দাড়িয়াবান্দা, বৌছি, কাবাডি, ফুটবল, ক্রিকেট, শুটিংবল, রিংবল, থ্র্রোবল ইত্যাদি খেলায় বিশেষ পারদর্শী। যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয় তখন খেলোয়াড়দের মধ্যে সাজ সাজ রব পড়ে যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও খেলার আয়োজন করা হয়। খেলাধুলা শুধু পুরস্কার পাওয়ার জন্যই নয়। মানসিক শারীরিক ও দৈহিক গঠনেও সহায়তা করে। “সুস্থ দেহ সুন্দর মন”। সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গড়ার পথ নির্দেশ দেয়।

এছাড়াও কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দের একান্ত সহযোগীতায় খেলাধুলা তার নির্দিষ্ট মানের দিকে এগিয়ে চলছে। বর্তমানে অধ্যক্ষ মহোদয় খেলাধুলা, বি,এন,সি.সি, রোভার স্কাউট, তায়কোয়ান্ডো ইত্যাদির প্রতি বিশেষ আগ্রহী। তাদের সুন্দর দিক নির্দেশনা ইডেন কলেজের ক্রীড়া প্রতিযোগীতা ভবিষ্যতে নারী প্রগতির জন্য এক চালিকা শক্তিরূপে কাজ করছে।

১. মোসাঃ শাহারিন শরীরচর্চা শিক্ষক
২. মনি বেগম এম.এল.এস.এস