বাংলা বিভাগ সম্পর্কে

হাজার বছরের সাহিত্যের ইতিহাস এবং সমৃদ্ধ ভাষার ঐতিহ্যে আমরা গর্বিত বাঙালি। সাহিত্যের মাধ্যমে কোন জাতির ধ্যান-ধারণা, চিন্তা-চেতনার প্রকাশ ঘটে। একটি দেশের সামগ্রিক পরিচয় ফুটে উঠে সেই দেশের সাহিত্যে। জীবন ও সমাজকে নিয়েই সাহিত্য। সাহিত্য পাঠ শিক্ষার্থীদের মাঝে আনন্দ সঞ্চারিত করে মনকে উদার, প্রগতিশীল ও মানবিক করে তোলে। বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালির চিরায়ত মূল্যবোধকে ধারণ করে এগিয়ে চলছে ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগ। ইডেন কলেজের বাংলা বিভাগের রয়েছে একটি সমৃদ্ধ পথ পরিক্রমা।

১৯৬২ সালে বাংলা বিভাগের যাত্রা শুরু হয় এবং একই সঙ্গে স্নাতক সম্মান পর্ব চালু হয়। পরে ১৯৮৭ সালে স্নাতকোত্তর পর্ব শুরু হয়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে কলেজ এবং বিভাগের শিক্ষা র্কাযক্রম পরিচালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত কোর্সসমূহ অত্যন্ত বিস্তৃত। বাংলা সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ের কোর্সগুলোতে বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য, আধুনিক যুগের সাহিত্যের বিভিন্ন দিক (যেমন: কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোটগল্প), রূপতত্ত্ব, ছন্দ, অলংকার, ধ্বনি বিজ্ঞান, ভাষাতত্ত্ব, সাহিত্যতত্ত্ব, ধ্রুপদী সাহিত্য, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় ও সংস্কৃতি ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

বর্তমানে বিভিন্ন বর্ষ মিলে বাংলা বিভাগের ছাত্রী সংখ্যা প্রায় দেড় হাজার। বাংলা বিভাগে বর্তমানে বিশ জন শিক্ষার্থীবান্ধব শিক্ষক, একজন সেমিনার সহকারী, একজন কম্পিউটার অপারেটর, দুইজন সহায়ক কর্মচারী রয়েছে। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও কর্মপ্রচেষ্টার কারণে বিভাগে একটি কর্মচঞ্চল সৌহার্দ্যপূর্ণ শিক্ষানুকূল পরিবেশ বিরাজ করছে। শিক্ষকরা তাঁদের জ্ঞান, নিষ্ঠা এবং আন্তরিক প্রচেষ্টায় পাঠদান করে থাকেন। শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যার বিষয়েও তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ও ক্যারিয়ার প্ল্যানিং-এ বিভাগের শিক্ষকবৃন্দ বুদ্ধিদীপ্ত পরামর্শ, প্রাণময় প্রণোদনা এবং কার্যকর সহায়তা প্রদান করেন। এভাবেই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পারস্পরিক স্নেহ-ভালোবাসার বন্ধনে জড়িয়ে আছে।

ছাত্রীদের পাঠ পরিচালনার সহায়ক হিসেবে বিভাগে একটি সেমিনার আছে। এই সেমিনারে বেশ কিছু দুর্লভ বই আছে। শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের স্বল্পতা উল্লেখ করার মতো। বাংলা বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি যথেষ্ট সন্তোষজনক। তাই পর্যাপ্ত শ্রেণিকক্ষ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিভাগের পাঠদান ও ভর্তি কার্যক্রম, বিভিন্ন পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিষয় এবং অন্যান্য দাপ্তরিক কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য একটি ডেস্কটপ, একটি ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ওয়াইফাই ব্যবহারের সুবিধা বাংলা বিভাগে রয়েছে।

বাংলা বিভাগের একাডেমিক ফলাফল বরাবর সন্তোষজনক। বাংলা বিভাগের শিক্ষার্থীরা নিজেদের শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ করে রাখে না, পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা র্কাযক্রমওে অংশগ্রহণ করে থাকে। সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় এই বিভাগের ছাত্রীদের কলেজ ও জাতীয় পর্যায়ে রয়েছে উজ্জ্বল ও স্বতঃস্ফূর্ত স্বতঃ অংশগ্রহণ। বাংলা বিভাগ ছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও সৃষ্টিশীলতার বিকাশ এবং শিক্ষার প্রতি অধিক মনোযোগী করার লক্ষ্যে সকল জাতীয় অনুষ্ঠান উদ্যাপনের পাশাপাশি রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব, নবীন বরণ, বিদায় সংর্বধনা, বৈশাখী মেলা, পিঠা উৎসব, দেয়ালিকা প্রকাশ, কুইজ ও বর্তিক প্রতিযোগিতা, সেমিনার এবং শিক্ষাসফরের আয়োজন করে থাকে। বিভাগে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

একাডেমিক ও সহশিক্ষা র্কাযক্রমরে সাফল্যের ধারাবাহিকতায় কলেজের ২৩টি বিভাগের মধ্যে বাংলা বিভাগ একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। ভাষা, সাহিত্য, সংস্কৃতির উৎকর্ষ সাধনে বাংলা বিভাগ সূচনালগ্ন থেকেই সদা তৎপর। বাংলা বিভাগের শিক্ষার্থীরা সাহিত্য পাঠের মাধ্যমে জাতির নিজস্ব জীবনধারা ও বৈশিষ্ট্য সর্ম্পকে ধারণা লাভ করে নিজেদের মেধা ও মননকে যেমন সমৃদ্ধ করছে, তেমনই জাতীয় জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলা বিভাগ তার পথ পরিক্রমায় সফলভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে ইডেন মহিলা কলেজের একটি সমৃদ্ধশালী অংশে পরিণত হয়েছে। শুভ হোক বাংলা বিভাগের গৌরবময় এগিয়ে চলা।

অধ্যাপক জাহানারা জামান
বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ