ভূগোল ও পরিবেশ বিভাগ সম্পর্কে
নারী শিক্ষা তথা নারী জাগরণে বাংলাদেশ তথা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ নারী বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজ সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রাচীন বিদ্যাপিঠ হিসেবে এ কলেজের ঐতিহ্যমন্ডিত গৌরব চলমান। ভূগোল ও পরিবেশ বিভাগ এ গৌরবের বৃহদাংশের অংশীদার। ১৯৪৮ সালে যখন এ কলেজটিতে ডিগ্রী শাখা চালু হয়, তখন থেকেই ভূগোল বিষয়টি অন্তর্ভূক্ত ছিল। ১৯৮৫ সালে ভূগোল বিষয়ে অনার্স কোর্স চালু হয়। পরবর্তীতে মাস্টার্স কোর্সও চালু হয়। ২০০৪ সাল থেকে অনার্স ডিগ্রীর জন্য শিক্ষার্থীদের ৩ বছরের পরিবর্তে ৪ বছরের সম্মান কোর্স চালু করা হয়।
২০১৭ সালে সম্মান ২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে ইডেন মহিলা কলেজসহ ঢাকা শহরের আরো ছয়টি অর্থ্যাৎ মোট ৭টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হয়। উল্লেখ্য ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে স্ব-স্ব কলেজে ভর্তি হয় এবং এ সকল শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে পৃথক সিলেবাস প্রণয়ন করা হয়েছে। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তাদের লেখাপড়া সম্পন্ন করছে। এ ক্ষেত্রে তাদের চার বছর মেয়াদী B.S. অনার্স কোর্সের Credit hour ১৪৫। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ের একটি যুগোপযোগী ১ বছর মেয়াদী M.S. প্রোগ্রামের Syllabus প্রণয়ন করা হয়। M.S. কোর্সের Credit hour ৩০। M.S এবং B.S অনার্স সিলেবাস প্রণয়নে অত্র বিভাগের শিক্ষকমন্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সূচনালগ্নে থেকে এ বিভাগের অনেক অভিজ্ঞ ও স্বনামধন্য ভূগোলবিদ ‘বিভাগীয় প্রধান’ হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেমন – প্রফেসর আফরোজ জাহান, প্রফেসর তামজিদা বেগম, প্রফেসর কাজী গুলশান নাহার, প্রফেসর মোজাম্মেল হক, প্রফেসর সেলিনা বেগম, প্রফেসর সবুক্তগীণ মাহমুদ, প্রফেসর লায়লা আক্তার, প্রফেসর মুহাম্মদ আবুল ফয়েজ, প্রফেসর নাজনীন আখতার, প্রফেসর হালিমা বেগম, জনাব দিল আরা বেগম চৌধুরী, জনাব রওশন আরা বেগম, প্রফেসর শাহনাজ দীন, প্রফেসর নাজমা হক, প্রফেসর কামরুন নাহার বেগম এবং প্রফেসর শামসুন নাহার।
বর্তমানে বিভাগীয় প্রধান প্রফেসর কাজী আতিকুজ্জামান অত্যন্ত দক্ষতার সহিত ১১ জন অভিজ্ঞ শিক্ষকের সমন্বয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের কার্যক্রম পরিচালনা করছেন। এর মধ্যে দুই জন অধ্যাপক – (১) প্রফেসর মল্লিক গোলাম রসুল (২) প্রফেসর কোর আয়েশা বেগম; তিন জন সহযোগী অধ্যাপক – (১) জনাব কুসুম লতা (২) জনাব রীতা হালদার (৩) জনাব মোঃ আফজাল হোসাইন; একজন সহকারী অধ্যাপক (১) ড. শারমিন জাহান এবং চার জন প্রভাষক – (১) জনাব শাম্মী আক্তার (২) জনাব মাশেকা সিরাজী কলি (৩) জনাব তাহমিনা আফরোজ (৪) জনাব সাহিদা তামান্না কর্মরত আছেন। এছাড়া ১ জন দক্ষ সেমিনার সহকারী, ১ জন ল্যাব সহকারী ও ৪ জন অফিস সহায়ক এ বিভাগে কর্মরত আছে। বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ১২৬০জন। এ বিভাগের শিক্ষকরা নিয়মিত ক্লাসে পাঠদান, ব্যবহারিক ক্লাসে পর্যাপ্ত সময় প্রদান, ফিল্ড ওয়ার্ক, Research Project ও Term Paper তত্তাবধানসহ শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে উদ্বুদ্ধ করতে নিয়মিত কাউন্সিলিং করে থাকেন। প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এ বিভাগের ফলাফল বেশ সন্তোষজনক হয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের মধ্যে অনার্স ৪র্থ বর্ষের (সেশন : ২০১৭-২০১৮) ফলাফল অনুসারে শারমিন জাহান সায়মা ১ম এবং নিশাত শাহরিন হিয়ামনি ৩য় স্থান অর্জন করে। অনার্স ২য় বর্ষের (সেশন : ২০১৯-২০২০) ফলাফল অনুসারে এ বিভাগে মেধাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান এবং অনার্স ৩য় বর্ষের (সেশন : ২০১৮-২০১৯) মেধাক্রমে ১ম স্থান অধিকার করেছে।
বিভাগের সেমিনারে বইয়ের সংখ্যা প্রায় ৭০০০টি। বিভাগের সেমিনারটি বই, জানার্ল, আর্টিকেল, জবংবধৎপয চধঢ়বৎ দ্বারা সমৃদ্ধ যা বহু বিষয় ভিত্তিক প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা সুবিধা প্রদানের লক্ষ্যে ভূগোল ও পরিবেশ বিভাগে ২টি Overhead Projector এবং ২টি Multimedia Classroom রয়েছে। অধিকন্তু বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতির প্রাতিষ্ঠানিক সদস্য পদ হিসেবে ইডেন মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগ অন্তর্ভূক্ত হয়েছে। স্বল্প সময়ের মধ্যে সততা কর্ণার ও স্টুডেন্ট কল্যাণ ফান্ড কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
এ বিভাগের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে কৃতিত্তে¡র পরিচয় রাখছে। উল্লেখ্য যে, ১ম বর্ষের ছাত্রী সালমা ফারিহা কলেজের ২০২৩ সালের সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” পাঠ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে এবং অনার্স ৩য় বর্ষের ছাত্রী মেহ্জাবীন এষা রচনা প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেছে।
বিজ্ঞান শিক্ষাকে আরো আধুনিক ও সময়োপযোগী করার লক্ষ্যে বিভাগীয় প্রধান প্রফেসর কাজী আতিকুজ্জামান এর তত্ত¡াবধানে GIS (Geographical Information System), RS (Remote Sensing) এবং PEL (Physical & Environmental Lab) চালু হয়। । ল্যাব স্থাপনে সার্বিকভাবে সহায়তা করছেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য্য। প্রতিবছর ৪/৫ জন শিক্ষার্থী বহি:বিশে^ গ.ঝ. করার সুযোগ পাচ্ছে।
৫ই জুন বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে ২০২২ সালে ড. শারমিন জাহান এর উপস্থাপনায় “Air Pollution in Dhaka City : Trends of Atmospheric Toxic Gases (CO, TVOC, O3, SO3)“ এর উপর একটি সেমিনার হয়। সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ ছাত্রীদের উপস্থিতিতে সেমিনারটি ফলপ্রসূ হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ২০২৩ সালের ৫ই জুন “Noise Pollution and its probable impacts on public health” এর উপর একটি সেমিনার সম্পন্ন করার জন্য ভূগোল ও পরিবেশ বিভাগ প্রস্তুতি নিচ্ছে।
পরিশেষে বলা যায় যে, বিভিন্ন প্রতিকূলতা সত্তে¡ও বিভাগের শিক্ষক ও কর্মচারীবৃন্দ বিভাগীয় প্রধানের নেতৃত্বে বিভাগের উন্নয়নে তথা মান সম্মত শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ বিভাগের অনেক ছাত্রী দেশে-বিদেশে স্ব-মহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চ শিক্ষা ও গবেষণার পাশাপাশি মনুষ্যত্ববোধের বিকাশ ঘটিয়ে তারা জীবনের সর্বক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করবে এটাই আমাদের সকলের প্রত্যাশা।