রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সম্পর্কে

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

মমতাজ বেগম

অধ্যাপক ও বিভাগীয় প্রধান

শতাব্দীর বেশি সময়ের সগৌরবের ইতিহাস ধারণ করে থাকা বাংলাদেশের নারী উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্র ও প্রগতিবাদী চিন্তা চেতনায় মানসভূমি ইডেন মহিলা কলেজ আজ স্বমহিমায় উজ্জ্বল । ১৯২৬ সাল থেকে এই কলেজের যাত্রা শুরু হলেও ১৯৪৮ সাল থেকে ডিগ্রী কোর্স এবং  ১৯৬২ সাল থেকে স্নাতক পর্যায়ের শ্রেণি কাযক্রম শুরু হয় । বর্তমান কলেজে মোট ছাত্রী সংখ্যা ৩৫,০০০(পঁঁয়ত্রিশ) হাজার । নারী শিক্ষা প্রসারে কলেজটির ভূুুমিকা ব্যাপক ।

জ্ঞান বিতরনের অন্যতম বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজের ২৩ টি বিভাগের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অন্যতম। কলেজের মনোরম ছায়া সুনিবিড় বিরাট ক্যাম্পাসের পূর্ব দিকে ৩ নং ভবনের নীচ তলায় বিভাগটির অবস্থান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৯৯৬-১৯৯৭ শিক্ষাবর্ষে অনার্স কোর্স চালু করা হয়। বর্তমানে এ বিভাগে অনার্স, এম.এস.এস, প্রিলিমিনারী, বি.এ, বি.এস.এস(পাস) চালু রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে (৩,৫০০) তিন হাজার পাঁচশত উর্ধ্বে ছাত্রী অধ্যয়ন করছে। এই বিভাগে আমি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছি ২০২০ সালের  জানুয়ারি থেকে। বর্তমানে এ বিভাগের ১৩ জন শিক্ষকসহ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

বিভাগটিতে গ্যালারীসহ দুটি শ্রেণি কক্ষ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়াও একটি বিভাগীয় শিক্ষকবৃন্দের কক্ষ, একটি বিভাগীয় প্রধানের কক্ষ ও জ্ঞানচর্চ্চার জন্য সুসজ্জিত মনোরম পরিবেশে ঘেরা একটি সেমিনার লাইব্রেরী কক্ষ রয়েছে। স্বাধীনতা যুদ্ধের দলিল থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুস্তুক সেমিনারে রয়েছে। গ্যালারীসহ একটি শ্রেণি কক্ষ ও মাল্টিমিডিয়া সমৃদ্ধ ডিজিটাল র্বোড রয়েছে । তবে রাষ্ট্রবিজ্ঞানে পাঠদান কক্ষ অপ্রতুলমাত্র দুটি কক্ষে পাঠদান পরিচালনা করা খুবই কষ্টকর।

গৌরবময় এ বিভাগের শিক্ষার্থীদের অর্জন শুধু পাঠ্য পুস্তুকের মধ্যেই সীমাবদ্ধ নয়। সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, স্কাউটিং, বি এন সি সি ইত্যাদি বিষয়ে ছাত্রীদের সাফল্য ও পারদর্শিতা রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে করেছে সম্মানীত। এছাড়া বি সি এস পরীক্ষা ও অন্যান্য চাকুরীর ক্ষেত্রে ইডেন কলেজের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রীদের সাফল্য ঈর্ষনীয়।

কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য্য ও উপাধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী বেগম এর গতিশীল নেতৃত্বে মানসম্মত শিক্ষা বিস্তারে ইডেন কলেজ অগ্রণী ভূমিকা পালন করছে ।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভাগটির অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকাকালীন সময়ে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের চূড়ান্ত পরীক্ষায় ছাত্রীরা মেধা তালিকায় সন্তোষজনক স্থানসহ ভালো ফলাফল করছেন। কর্ম ক্ষেত্রে রয়েছে তাদের স্বগৌরব পদচারনা।

করোনাকালীন সময়ে থেকে শুরু করে পুরোপুরি ডিজিটাল সিস্টেমে বিভাগটি অত্যন্ত গতিশীল শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। বিভাগটিতে রয়েছে Wifi, Desktop, laptop, স্মাটবোর্ড ও মাল্টিমিডিয়া সিস্টেম । এছাড়া রয়েছে APA (Annual Performance  Agreement)  সিস্টেম। এছাড়া মেধাবী  ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ব্যবস্থা রয়েছে ।

বিভাগের সকল কার্যক্রমকে সচল রাখতে রয়েছেন  একজন দক্ষ সেমিনার সহকারী জনাব মিনা আক্তার এবং নুসরাত জাহান,  কস্পিউটার অপারেটর । রয়েছেন দুজন পরিশ্রমী পিয়ন মমতাজ বেগম এবং মিনু আরা বেগম। তবে এত কিছুর পরেও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সমস্যামুক্ত নয় । কেননা ছাত্রীদের মানসম্মত পাঠদানের জন্য কমপক্ষে আরো চারটি মাল্টিমিডিয়া সমৃদ্ধ বড় শ্রেণি কক্ষ প্রয়োজন । যা হোক, এসব সমস্যার উর্ধ্বে উঠে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের  আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে । এ ব্যাপারে সুযোগ্য অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত¡াবধানে আমাদের প্রচেষ্টা অব্যহত রয়েছে ।