পরিসংখ্যান বিভাগ সম্পর্কে
মানবজাতি যখন সমষ্টিগত জীবন যাপনের চিন্তা ভাবনা শুরু করে তখন থেকেই স্ব- স্ব ক্ষেত্রে জনসংখ্যা ও সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করত। বাদী জমির পরিমাণ, অর্থ সম্পদ, রাজকর্মচারী, সেনাবাহিনী ইত্যাদির নানারূপ তথ্যাদি সংগ্রহ করতেন। এর মাধ্যমে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার প্রকাশ ঘটতো। বর্তমান আধুনিক বিশ্বে পরিসংখ্যান একটি উল্লেখযোগ্য ও অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হিসাবে পরিগণিত হয়েছে। তথ্য বিশ্লেষণের মাধ্যমে ধীশক্তিসম্পন্ন মন্তব্যে পৌঁছাতে এ বিষয়টি এখন সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিসংখ্যানের গুরুত্ব অনুধাবন করে দেশের সর্ববৃহৎ ও প্রাচীন নারী শিক্ষার প্রাণকেন্দ্র ইডেন মহিলা কলেজে
২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ৪৮ জন ছাত্রী নিয়ে উক্ত বিভাগ চালু হয়। তৎকালীন অধ্যক্ষ প্রফেসর ড. শামসুন নাহার এবং গণিত বিভাগের শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি দেন।