মনোবিজ্ঞান বিভাগ সম্পর্কে
ঐতিহ্য মন্ডিত সুপ্রাচীন বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজ জন্মলগ্ন থেকেই নারী শিক্ষার অগ্রযাত্রার অগ্রণী ভ‚মিকা রেখে আসছে। ১৮৭৩ সালে স্থাপিত ইডেন স্কুল ১৯২৬ সালে ইডেন কলেজ হিসাবে যাত্রা শুরু করলেও ১৯৬২ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মনোবিজ্ঞান অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৮৪-১৯৮৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান কোর্স এবং ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তর কোর্স শুরু হয়। পরবর্তীকালে ১৯৯১- ৯২ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্স পরিচালনা শুরু হয়। বর্তমানে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে অধিভূক্ত কলেজ হিসাবে ঢাকা - বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স গুলো পরিচালিত হচ্ছে। প্রথম থেকেই ইডেন মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রীরা স্নাতক সম্মানের ফলাফলে সাফল্য অর্জন করতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় মনোবিজ্ঞান বিষয়ের মেধা তালিকায় প্রথম সারির প্রায় সবগুলো আসন বরাবরই এই বিভাগের ছাত্রীরা অর্জন করে আসছে। ইতিপূর্বে বিভাগের কৃতি ছাত্রীরা সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে ১ম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করার জন্য স্বর্ণপদকসহ অর্জন করেছেন অনেক পুরস্কার।