উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সম্পর্কে
১৯৯৪ সনে ইডেন মহিলা কলেজের অন্যতম হিসেবে স্বীকৃতি প্রাপ্ত একটি অনন্য বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। শতবর্ষের প্রাচীন এই ইডেন মহিলা কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগটি তার স্বমহিমায় উজ্জ্বলতর অবস্থানে অবস্থিত । আমাদের জীবনের সকল মৌলিক চাহিদা পূরণের জন্য আমরা উদ্ভিদের ওপর সম্পূর্ণভাবে নির্ভলশীল । পরিবেশের ভারসাম্য রক্ষায়ও উদ্ভিদের ভূমিকা অপরিসীম । উদ্ভিদ ছাড়া যেমন মানুষ ও প্রাণীজগৎ অকল্পনীয়,উদ্ভিদবিজ্ঞান বিভাগ ছাড়াও তেমন কোন শিক্ষাপ্রতিষ্ঠানের কথা চিন্তা করা যায় না। উদ্ভিদ আমাদের জীবনের সংগে ওতোপ্রোতোভাবে জড়িত , ঠিক একইভাবে উদ্ভিদবিজ্ঞান বিষয়টিও ছাত্রীদের কাছে অত্যন্ত পছন্দনীয় ও আকর্ষণীয় একটি বিষয় । অধিকাংশ ছাত্রীদের ভর্তির সময় অন্যতম পছন্দের বিষয় হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিষয়টি অগ্রাধিকার পায়। মানবকল্যান সাধনে উদ্ভিদবিজ্ঞানের জ্ঞান একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া । তাই নিত্যনতুন জ্ঞান অর্জনের মাধ্যমে মানবজীবনের কল্যান সাধনের বিভিন্ন দিক জানার জন্য ছাত্রীরা অত্যন্ত আনন্দের সঙ্গে এই বিষয়টি অধ্যয়ন করে।
সবুজে ঘেরা উদ্ভিদবিজ্ঞান বিভাগটি কলেজের ২নং ভবনে দোতলায় অবস্থিত । এই বিভাগে মোট ৪টি ক্লাশরুম, ২টি ল্যাব ও ১টি সেমিনার কক্ষ রয়েছে । সেমিনার কক্ষটি দেশীবিদেশী বহু প্রয়োজনীয় বই এবং জার্নালে সমৃদ্ধ । এছাড়াও এই বিভাগে একটি বিভাগীয় প্রধানের কক্ষ, একটি শিক্ষকবৃন্দের কক্ষ ও একটি স্টোররূম রয়েছে । উদ্ভিদবিজ্ঞান বিভাগের ব্যবহারিক ক্লাসের সুবিধার্থে এবং উদ্ভিদবৈচিত্র সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের জন্য এই বিভাগের একটি নিজস্ব বাগান রয়েছে , যেখানে রয়েছে নানা প্রজাতির উদ্ভিদ ।