ভূগোল ও পরিবেশ বিভাগ সম্পর্কে
নারী শিক্ষা তথা নারী জাগরণে বাংলাদেশ তথা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ নারী বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজ সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রাচীন বিদ্যাপিঠ হিসেবে এ কলেজের ঐতিহ্যমন্ডিত গৌরব চলমান। ভূগোল ও পরিবেশ বিভাগ এ গৌরবের বৃহদাংশের অংশীদার। ১৯৪৮ সালে যখন এ কলেজটিতে ডিগ্রী শাখা চালু হয়, তখন থেকেই ভূগোল বিষয়টি অন্তর্ভূক্ত ছিল। ১৯৮৫ সালে ভূগোল বিষয়ে অনার্স কোর্স চালু হয়। পরবর্তীতে মাস্টার্স কোর্সও চালু হয়। ২০০৪ সাল থেকে অনার্স ডিগ্রীর জন্য শিক্ষার্থীদের ৩ বছরের পরিবর্তে ৪ বছরের সম্মান কোর্স চালু করা হয়।
২০১৭ সালে সম্মান ২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে ইডেন মহিলা কলেজসহ ঢাকা শহরের আরো ছয়টি অর্থ্যাৎ মোট ৭টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হয়। উল্লেখ্য ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে স্ব-স্ব কলেজে ভর্তি হয় এবং এ সকল শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে পৃথক সিলেবাস প্রণয়ন করা হয়েছে। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তাদের লেখাপড়া সম্পন্ন করছে। এ ক্ষেত্রে তাদের চার বছর মেয়াদী B.S. অনার্স কোর্সের Credit hour ১৪৫। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ের একটি যুগোপযোগী ১ বছর মেয়াদী M.S. প্রোগ্রামের Syllabus প্রণয়ন করা হয়। M.S. কোর্সের Credit hour ৩০। M.S এবং B.S অনার্স সিলেবাস প্রণয়নে অত্র বিভাগের শিক্ষকমন্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।