ইংরেজি বিভাগ সম্পর্কে
ইংরেজি বিভাগ ইডেন মহিলা কলেজের অন্যতম মর্যাদাপূর্ন বিভাগ। ১৯২৬ সালে কলেজ প্রতিষ্ঠা লগ্ন কাল থেকে ছাত্রীদের ইংরেজি ভাষা ও ইংরেজি সাহিত্যের সুচারু ও শক্তি কাঠামো প্রদানের উদ্দেশ্যে পাঠ পরিক্রমাই ইংরেজি ভাষা ও সাহিত্য সংযোজন করা হয়। বিভাগটির উন্নতি ও সফলতার জন্য যেসব বিশিষ্ট শিক্ষক প্রাথমিক পর্যায়ে প্রচুর অবদান রেখেছেন তারা হলেন, অধ্যাপক জোবায়েদা মির্জা, অধ্যাপক আফিয়া দিল. অধ্যাপক মোসলেমা খাতুন, অধ্যাপক হোসনে আরা হক, অধ্যাপক জাহানারা বেগম, অধ্যাপক লতিফা আহমেদ এবং অধ্যাপক রহিমা বেগম। ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে অধ্যাপক জাহানারা বেগম বিভাগটিকে সম্প্রসারণ করার পদক্ষেপ গ্রহন করেন। আর তার আত্মনিয়োগ ও কঠোর পরিশ্রমের ফলে ১৯৮৫ সালে ইংরেজি বিভাগে সম্মান কোর্স চালু হয়। শিঘ্রই শিক্ষকবৃন্দ ও ছাত্রীদের প্রচেষ্টায় এম. এ (প্রিলিমিনারী) ও এক বছরের এম. এ কোর্স সফলভাবে শুরু করা হয়। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষকগন বিভাগটির সহযোগিতা ও অনুপ্রেরণার উৎস ছিলেন।