ইডেন কলেজের ছাত্রী “কারুশিল্পী” পুরস্কার-১৪৩০ এর “কারুগৌরব” অর্জন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয় কর্তৃক কারুশিল্পী পুরষ্কার ১৪৩০ এর ‘পাট শিল্প’ খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “কারুগৌরব” পুরষ্কারে ভূষিত হয়েছেন ইডেন কলেজের ইংরেজি বিভাগের ১ম বর্ষের কৃতি শিক্ষার্থী আনিকা আঞ্জুমী অরিন।
তার এই অর্জনে ইডেন মহিলা কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।