ইডেন মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপিত

“শিক্ষ‌কের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামা‌জিক অঙ্গীকার” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজে আজ বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবসে-২০২৪ উদযাপিত হয়।
আলোচনা অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন, কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন সম্মানিত উপাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ সাহানারা, আহ্বায়ক ছি‌লেন শিক্ষক পরিষদের সম্মা‌নিত সম্পাদক অধ্যাপক সুফিয়া আখ্তার, আলোচক ছি‌লেন ইং‌রে‌জি বিভা‌গের অধ‌্যাপক ফা‌হিমা মাহমুদ।
অধ‌্যক্ষ ম‌হোদয় সবাইকে বিশ্ব শিক্ষক‌ দিবসের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে তাঁর বক্ত‌ব্যে ব‌লেন, SDG-4 অর্জন কর‌তে হ‌লে শিক্ষক‌দের‌ আত্মিক ও মান‌সিক সা‌পোর্ট নি‌শ্চিত কর‌তে হ‌বে।
অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, সম্মা‌নিত বিভাগীয় প্রধানবৃন্দ, সম্মা‌নিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান‌টি আয়োজ‌নে ক‌লেজ প্রশাসন‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা প্রদান ক‌রে শিক্ষক প‌রিষদ, অনুষ্ঠান‌টির সঞ্চালনায় ছি‌লেন, অর্থনী‌তি বিভা‌গের সহকারী অধ‌্যাপক জনাব লুৎফুন নাহার।