বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইডেন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপিত
ক্রীড়ায় বিকশিত হবে স্মার্ট বাংলাদেশ
বাংলাদেশে উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আজ বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কাদির মোল্লা এবং সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম। বিশেষ অতিথি ছিলেন ইডেন মহিলা কলেজের প্রাক্তন সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য, সম্মানিত উপাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ সাহানারা, সমাজকর্ম বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও অন্ত:ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোছা. সামছুন নাহার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও বার্ষিক বহি:ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক সুফিয়া আখতার।
প্রধান অতিথির বক্তব্যে আপন আলোয় উদ্ভাসিত কর্মবীর জনাব আব্দুল কাদির মোল্লা নিজের জীবন থেকে উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যে কোন দু:সময়ে থেমে যাওয়া যাবে না। সৎভাবে, সাহসিকতার সাথে, মানবিকতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সকল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। মিথ্যার আশ্রয় নিয়ে বড় হওয়ার প্রবণতা পরিহার করে পরস্পরের পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। তিনি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজকে ৪টি বাস প্রদান করার ঘোষণা প্রদান করেন। তাঁর এই ঘোষণায় শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে ইডেন কলেজকে বাস প্রদানের জন্য দানবীর শিক্ষাবন্ধু আব্দুল কাদির মোল্লাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষার্থীদেরকে আবদুল কাদির মোল্লার জীবন ও কর্ম থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আবু ইউসুফ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব সঞ্চিতা নাসরীন সঞ্চু।