বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত

বাংলাদেশের উচ্চ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ কোমলম‌তি শিক্ষার্থী ও সাধারণ মানু‌ষের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম, সম্মানিত উপাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ সাহানারা, শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার এবং বি‌ভিন্ন বিভা‌গের সম্মা‌নিত বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দা মঞ্জুয়ারা সুলতানা।