‘রৌপ্য ব্যাঘ্র’ এওয়ার্ড পেলেন ইডেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ফাহমিদা
ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের RSL জনাব ফাহমিদা (সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ) স্কাউটিং এ নিরবচ্ছিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ আ্যওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ অর্জন করেছেন।
উল্লেখ্য, তিনি বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপকমিশনার ( গার্ল ইন স্কাউটিং ) এবং এশিয়া প্যাসিফিক রিজিওনে Communication and Partnership সাব কমিটির একজন সম্মানিত সদস্য হিসেবে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।
তাঁর এই অর্জনে ইডেন মহিলা কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।