ইডেন মহিলা কলেজে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত হলো-

“কর‌বো ভু‌মি পুনরুদ্ধার রুখ‌বো মরুময়তা
অর্জন কর‌তে হ‌বে মো‌দের খরা সহনশীলতা”
এই প্রতিপাদ‌্যকে ধারণ ক‌রে বাংলাদেশের উচ্চ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজে আজ বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল প‌রি‌বেশ বিষয়ক র‌্যালি, শিক্ষার্থীদের মাঝে বৈ‌শ্বিক উষ্ণতা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান এবং বৃক্ষরোপণ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইডেন মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম। অধ‌্যক্ষ ম‌হোদয় তাঁর বক্তব্যে বিশ্ব জলবায়ু উষ্ণতার কারণ এবং এর ভয়াবহ আর্থ-সামাজিক ও সাংস্কৃ‌তিক নে‌তিবাচক প্রভাব তুলে ধরেন। ক‌্যাম্পা‌সের প‌রি‌বেশ রক্ষাসহ অ‌্যা‌কাডে‌মিক যে কোন বিষ‌য়ে শিক্ষার্থী‌দের কোন ইনো‌ভে‌টিভ আইডিয়া থাক‌লে তা বিভাগ ও ক‌লেজ প্রশাস‌নের সা‌থে শেয়ার করার জন‌্য অধ‌্যক্ষ ম‌হোদয় শিক্ষার্থী‌দের‌ প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিএন‌সি‌সি ও রোভা‌রের সদস‌্যবৃন্দ এবং সকল বিভা‌গের শিক্ষার্থীবৃন্দ।